প্রত্যাঘাত আমেরিকার, আফগানিস্তানের নানগাহারে মার্কিন এয়ার স্ট্রাইক

কাবুল, ২৮ আগস্ট (হি.স.): কাবুল বিমানবন্দরে বোমা-হামলার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে পাল্টা জবাব ফিরিয়ে দিল আমেরিকা। আফগানিস্তানে ইসলামিক স্টেট ‘প্ল্যানার’-এর বিরুদ্ধে এয়ার স্ট্রাইক চালাল আমেরিকা। শনিবার আফগানিস্তানের নানগাহার প্রদেশে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে আমেরিকা। মৃত্যু হয়েছে একজন ইসলামিক স্টেট্ সদস্যের।

এয়ার স্ট্রাইকের কিছু পরই আমেরিকার নাগরিকদের কাবুল বিমানবন্দরের বিভিন্ন গেট অবিলম্বে ছেড়ে দিতে বলা হয়। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতায় জানিয়েছে, যে সমস্ত মার্কিন নাগরিকরা কাবুল বিমানবন্দরের অ্যাবে গেট, ইস্ট গেট, নর্থ গেট অথবা নতুন আভ্যন্তরীন মন্ত্রকের গেটে আছেন তাঁদের এখনই চলে যেতে হবে। প্রসঙ্গত, কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন আমেরিকান সার্ভিস মেম্বার।