Suspicion of drug dealing : নেশা কারবারি সন্দেহে গণধোলাই যুবককে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট৷৷ ড্রাগস বিক্রেতা সন্দেহে এলাকাবাসীদের বেধড়ক মারে রক্তাক্ত এক যুবক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায় শুক্রবার দুপুরে৷ আহত যুবকের নাম সেলিম মিয়া (২১)৷ ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার বাসিন্দা তথা ফ্লিপকার্ট কোম্পানির ডেলিভারি বয় সেলিম মিয়া অন্যান্য দিনের মতো ফ্লিপকার্টের বিভিন্ন সামগ্রী নিয়ে ডেলিভারি করার উদ্দেশ্যে মানিক বাজার যায় শুক্রবার দুপুরে৷ ওই সময় মানিক বাজার এলাকার মানুষজন ড্রাগস বিক্রেতা সন্দেহ করে সেলিম মিয়াকে আটক করে৷ এর পরেই এলাকার উত্তেজিত মানুষজন সেলিম মিয়া কে মারধোর করে রক্তাক্ত করে৷

উপরন্ত সেলিম নিয়ার সাথে থাকা ফ্লিপকার্টের বিভিন্ন সামগ্রী লাপাতা হয়ে যায় এলাকা থেকে৷ অর্ধ মৃত অবস্থায় মানিক বাজার এলাকায় তাকে একটি পুরানো ঘরের পাশে ফেলে রাখা হয়৷ ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় পরে থাকা সেলিম মিয়া কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত সেলিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক৷ এদিকে পুলিশ সেলিম মিয়ার সাথে থাকা ফ্লিপকার্টের বিভিন্ন সামগ্রী গুলি খুঁজে পায়নি৷জানা যায়, সেলিম যে সুকটি করে ফ্লিপকার্টের জিনিস নিয়ে ডেলিভারি করতে গিয়েছিল সেটি মানিক বাজার এলাকায় পরে রয়েছে৷


যদিও সেলিমের কাছ থেকে কয়েক কৌটা ড্রাগস উদ্ধার হয়েছে৷ তবে কি সেলিমকে কেউ ফাঁসানোর উদ্দেশ্যে এই ড্রাকস গুলো তার সুকটিতে ফেলে রেখেছে নাকি সেলিম প্রকৃত পক্ষেই ড্রাগস ব্যাবসার সঙ্গে জড়িত তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে৷ সেলিমের অবস্থা আশঙ্কাজনক রয়েছে, যদিও সে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলায় প্রেরণ করতে পারে৷