হাফলং (অসম), ২৭ আগস্ট (হি.স.) : দীৰ্ঘদিন বিরতির পর ফের রক্তাক্ত ডিমা হাসাও জেলা। সন্দেহভাজন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) নামের জঙ্গিদের বর্বরোচিত গুলিবর্ষণে পাঁচ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে জেলার দিয়ুংমুখ এলাকায়। সেই সঙ্গে পাঁচটি পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে ভস্ম করে দিয়েছে জঙ্গিরা। ঘটনা গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সোয়া নয়টা নাগাদ সংগঠিত হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ডিমা হাসাওয়ের পুলিশ সুপার জয়ন্ত সিং জানান, প্রাথমিক তদন্তে তাঁদের ধারণা, কিছুদিন আগে ডিএনএলএ নামের জঙ্গি সংগঠন এখানকার একটি সিমেন্ট কোম্পানির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। সম্ভবত দাবির টাকা না পেয়ে গত রাতে তারা নরসংহারে মাতাল হয়ে উঠেছিল। পুলিশ সুপার জানান, উমরাংসোতে অবস্থিত ডালমিয়া সিমেন্ট কোম্পানি থেকে একটিতে কয়লা ও অন্য চারটিতে ক্লিংকার বোঝাই করে পাঁচটি ট্রাক লংকায় সংশ্লিষ্ট কোম্পানির ফ্যাক্টরির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। কিন্তু রাতে দিয়ুংমুখের রাঙ্গেরবিল এলাকার একটি জায়গায় এসে ট্রাকগুলি বিরাম নিচ্ছিল।
জায়গাটি নির্জন, পাহাড়ে ঘেরা জঙ্গলাকীর্ণ। রাত তখন প্রায় ৯:১৫ মিনিট। প্রায় পাঁচ-ছয়জনের এক জঙ্গি দল এসে ট্রাকগুলিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বৰ্ষণ করতে থাকে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছুঁড়েছে জঙ্গিরা। ট্রাকগুলির ভিতরে ছিলেন চালক ও খালাসি। গুলিবিদ্ধ হয়ে ট্রাকের ভিতরেই প্রাণ হারান পাঁচজন। তাঁরা ট্রাকের চালক ও খালাসি। তাদের নাম-ধাম ইত্যাদি কোনও পরিচয় এখনই জানাতে পারেননি পুলিশ সুপার। তিনি জানান, এলোপাতাড়ি গুলি বর্ষণের পর দুর্বত্তরা পাঁচটি ট্রাকে অগ্নিসংযোগ করে ভস্ম করে দিয়েছে।
তিনি জানান, ঘটনার পর খবর পেয়ে আধাসেনা নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশের দল। তাঁরা গোটা এলাকায় জঙ্গিদের ধরতে চিরুনি তালাশি চালিয়েছে। এদিকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে, জানান পুলিশ সুপার জয়ন্ত সিং।