সিডনি, ২৬ আগস্ট (হি.স.): করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির দৌরাত্ম্য বেড়েই চলেছে অস্ট্রেলিয়ায়। কোভিড-মহামারীর মধ্যে এই প্রথম অস্ট্রেলিয়ায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারা দিনে) অস্ট্রেলিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৯৮ জন, এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩ জন রোগীর।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে ১,০৯৮ জন সংক্রমিত হওয়ার পর অস্ট্রেলিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭,৮২৬ জন। নতুন করে ৩ জনের মৃত্যু পর প্রাণহানির সংখ্যা ৯৮৯-তে পৌঁছেছে। অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ৩২,৬১২ জন, সক্রিয় রোগীর সংখ্যা ১৪,২২৫ জন।

