আগরতলা, ২৬ আগস্ট : সর্বশিক্ষায় কর্মরত শিক্ষকদের মধ্যে যারা টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। শোনা যাচ্ছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের উদ্যোগ নেয়া হচ্ছে। সর্বশিক্ষা নিয়মিত করা হলে টেট পরীক্ষায় উত্তীর্ণরা টেট উত্তীর্ণ শিক্ষক হিসেবে নিযুক্তি পত্র গ্রহণ করবে না। কেননা তাতে তারা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন।
সর্ব শিক্ষার শিক্ষকরা যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের জয়েনিং লেটারের সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে। তাদের দাবি, সর্ব শিক্ষার শিক্ষকদের যদি নিয়মিত করা হয় তাহলে তারা টেট উত্তীর্ণ হয়ে পাওয়া চাকরি বাতিল করে পুনরায় সর্বশিক্ষার চাকরিতে ফিরে যাবেন। তাই তারা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে কাজে যোগ দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য দ্বারস্থ হয়েছেন। তারা জানান, সরকার যদি সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ করে তাহলে তাদের টেট শিক্ষক হিসেবে চাকুরীতে যুক্ত হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারেনা। বরং টেট শিক্ষক হিসেবে চাকুরীতে নিযুক্তি পত্র গ্রহণ করলে তারা আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।