মুম্বই, ২৩ আগস্ট (হি.স.): অর্থ তছরুপ মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দুই সহযোগীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দেশমুখের দুই সহযোগী কুন্দন শিন্ডে ও সঞ্জীব পালান্ডের নামে মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অনিল দেশমুখের ব্যক্তিগত সচিব ছিলেন সঞ্জীব পালান্ডে ও কুন্দন ছিলেন অ্যাসিস্ট্যান্ট। অনিল দেশমুখের বিরুদ্ধে অর্থ তছরুপ মামলায় এই দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। গত ২৫ জুন তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এই মুহূর্তে তাঁরা জেলে রয়েছেন।

