BRAKING NEWS

Afghan woman thanked India : ঘর-বাড়ি হারিয়ে গাজিয়াবাদে পৌঁছে ভারতকে ধন্যবাদ আফগান মহিলার

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : বাড়ি পুড়িয়ে দিয়েছে তালিবানরা। সব হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আশ্রয় পেয়েছেন ভারতের মাটিতে। বায়ুসেনার বিমানে গাজিয়াবাদ নেমে ভারতকে ধন্যবাদ জানালেন এক আফগান মহিলা। রবিবার আফগানিস্তান থেকে ভারতে ফিরেছেন ১৬৮ জন। তাঁদের মধ্যেই ছিলেন এই মহিলা। ভারতে পৌঁছে তাঁর পরিবার ও তাঁকে উদ্ধার করা জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে নেমেই তিনি বলেছেন, ‘‘আফগানিস্তানে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই দুই নাতি ও মেয়েকে নিয়ে ভারতে চলে এসেছি। ভারতীয় ভাই ও বোনেরা আমাদের উদ্ধার করেছেন। তালিবান আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ জানাই।’’


শনিবারের মতো আরও কয়েকটি ধাপে উদ্ধারকাজ চলবে বলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ভারতে উদ্ধারকারী বিমান নামার আগে টুইট করে লিখেছেন, ‘উদ্ধারকাজ চলবে। রবিবার ভারতে এসে পৌঁছছেন ১৬৮ জন। তার মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন। কাবুল থেকে দিল্লি আসছে এই বিমানটি।’ পাশাপাশি, আফগানিস্তান থেকে ভারতে যাঁরা আসছেন, তাঁদের পোলিও টিকাকরণের ব্যবস্থাও করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, ‘‘আমরা ভারতে আসা আফগান শরণার্থীদের পোলিও টিকা দেওয়র সিদ্ধান্ত নিয়েছি। বিমানবন্দরেই এই প্রক্রিয়া চলছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *