Attacked on cpim leader : সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ দাস আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন পশ্চিম জেলার জেলা সভাধিপতি দিলীপ দাস আক্রান্ত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে।বৃহস্পতিবার সন্ধ্যারাতে কামালঘাটের শান্তিপাড়াতে সিপিআইএম মোহনপুর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ দাসের উপর প্রানঘাতি হামলার ঘটনার প্রতিবাদে সামিল হল মোহনপুর মহকুমা কমিটির নেতৃত্ব।

শুক্রবার সকালে লেম্বুছড়াস্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখান থেকে নেতৃত্বদের একটি প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাতে মিলিত হয়ে একটি ডেপুটেশনও দেন।মহকুমা পুলিশ আধিকারিক ডঃ কমল বিকাশ মজুমদার আশ্বস্ত করেন ,ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক প্রণব দেবর্বমা ও প্রাক্তন বিধায়ক হরিচরণ সরকার ছিলেন এই কর্মসূচিটির নেতৃত্বে।