নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): চোখের ছানির সফল অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। বৃহস্পতিবার সকালে দিল্লির সেনা (রেফারাল ও রিসার্চ) হাসপাতালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের চোখের ছানির সফল অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, কোবিন্দ এখন ভালই আছেন। আপাতত বিশ্রাম নিতে হবে রাষ্ট্রপতিকে।
রাষ্ট্রপতির প্রেস সচিব অজয় কুমার সিং জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির সেনা (রেফারাল ও রিসার্চ) হাসপাতালে ছানির অস্ত্রোপচার করিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছানির অস্ত্রোপচার সফল হয়েছে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে।

