BRAKING NEWS

No one leaves the banyan tree : “বট গাছের আশ্রয় ছেড়ে কেউ বেগুন গাছের আশ্রয়ে যায় না” তৃণমূলকে কটাক্ষ বিরজিত সিনহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। “বট গাছের আশ্রয় ছেড়ে কেউ বেগুন গাছের আশ্রয়ে যায়না”তৃণমূলকে কটাক্ষ করে বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিত সিনহা। রাজ্যের তৃণমূল কংগ্রেসের তৎপরতা বৃদ্ধি এবং বীরজিৎ সিনহার অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে নিজ বাসভবনে প্রতিক্রিয়াঃ দিতে গিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রশ্নই উঠে না। রাজ্যের বিভিন্ন মহল থেকে প্রচার করা হচ্ছে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিত সিনহা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন। এমনকি তিনি নিজেও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে বিভিন্ন মহল থেকে প্রচার করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতেই তার মতামত জানতে চাওয়া হলে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে বেগুন গাছের সঙ্গে তুলনা করেছেন। তবে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর শাসক দলের ক্রমাগত আক্রমণ ভয় ভীতি প্রদর্শনের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান এবং আগামী দিনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, বিরোধী যে কোন দলের উপর আক্রমণ সংঘটিত হলে শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দেন বিরজিত সিনহা। তিনি বলেন রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রাজ্যের পাঁচটি সংবাদমাধ্যমকে ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে শাসক দল বিজেপি। তৃণমূল নেতৃত্বের ওপর রাজ্যে রাজনৈতিক হিংসার তীব্র সমালোচনা করেন তিনি। তবে তিনি একথা স্পষ্ট করে দেন যে ইন্দিরা গান্ধীর সময় থেকে তিনি কংগ্রেস করছেন। আজীবন তিনি কংগ্রেস দলেই থাকবেন। ২০২৩ এ রাজ্যে বিরোধী দলে কে থাকবে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান এখনো নির্বাচনের অনেক বাকি রাজ্যে অনেক কিছু হবে সময় এলে সব কিছ স্পষ্ট হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *