সুপ্রিম কোর্টের সামনে আত্মহত্যার চেষ্টা দু’জনের, ভর্তি হাসপাতালে

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টের প্রবেশদ্বারের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন দু’জন। সোমবার সুপ্রিম কোর্টের গেট নম্বর ডি-এর সামনে নিজেদের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন মহিলা ও পুরুষ। তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ওই দু’জনকে দগ্ধ অবস্থায় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের গেট নম্বর ডি থেকে শীর্ষ আদালত চত্বরে প্রবেশ করার সময় ওই দু’জনকে আটকে দেন নিরাপত্তা রক্ষীরা। সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করার জন্য পর্যাপ্ত পরিচয়পত্র দেখতে পারেননি তাঁরা। তাই তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরই দু’জনে শরীরে আগুন ধরিয়ে দেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়ের নাম ও পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *