আগরতলা, ১৬ আগস্ট (হি. স.) : ভয় পেয়ে তৃণমূল ত্রিপুরা থেকে পালাবে এই ভুল ধারণা মনে পোষে রাখা উচিত হবে না। কারণ, বেশি বাড়াবাড়ি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তখন সামলাতে পারবেন না। দীপ্ত কন্ঠে এই হুশিয়ারী দিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বিজেপির কাজকর্মে ক্ষোভ আরও বাড়ছে মানুষের মনে।
আজ ত্রিপুরায় এলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। রাজ্যে এসেই সুর চড়ালেন তিনি। সাথে তাঁর দাবি, ত্রিপুরায় সংগঠন বিস্তার হবেই। মানুষের কাছে আবেদন আমাদের সমর্থন করুন। তিনি বলেন, ত্রিপুরায় গত কয়েকদিনে সাংসদ, মন্ত্রী ও নেতারা এসেছেন। স্বাভাবিকভাবে এখন যুবরা আসবেন। তাঁর দাবি, ত্রিপুরায় চুটিয়ে সংগঠন করতে এসেছি। তাই, সারা ত্রিপুরা চষে বেড়াব। কারণ, পারব না এমন কোন শব্দই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিধানে নেই।
তৃণমূল সাংসদদের আক্রান্তের ঘটনায় সায়নীর সাফ কথা, হামলায় কিছু যায় আসে না। বাংলায় একই পন্থা নিয়েছিল বিজেপি। মানুষ জনাদেশ দিয়েছেন। তিনি বলেন, ভয় পেয়ে চলে যাব এমন ধারণা মনে পোষে রাখা উচিত হবে না। কারণ, বেশি বাড়াবাড়ি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তখন সামলাতে পারবেন না, বিজেপির উদ্দেশ্যে হুশিরায়ী সায়নীর।
তাঁর বক্তব্য, ত্রিপুরায় সগঠন বাড়াতে চাইছে তৃণমূল। এক্ষেত্রে খুবই বাছাই করে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। তাতে, ছাত্র, যুব, নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন। তাঁর আবেদন, ত্রিপুরায় একসাথে সকলে কাজ করতে চাই। তাই, মানুষ আমাদের সমর্থন করুন।

