কিন্নরে ভূমিধসে মৃত্যু বেড়ে ২৫, উদ্ধারকাজের ষষ্ঠ দিনেও নিখোঁজ ৫ জন

কিন্নর, ১৬ আগস্ট (হি.স.): উদ্ধার হল আরও দু’টি দেহ। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ভূমিধসের ঘটনায় প্রাণ হারালেন ২৫ জন। সোমবার দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে ২৫টি মৃতদেহ, পাশাপাশি ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। গত বুধবার দুপুরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে কিন্নর জেলার রেকংপেও-শিমলা হাইওয়েতে নুগুলসারির কাছে। রবিবার রাত পর্যন্ত উদ্ধার হয়েছিল ২৩টি দেহ।

সোমবার ভোর থেকে ফের শুরু হয় উদ্ধারকাজ, এদিন সকালে আরও দু’টি দেহ উদ্ধার হয়, ফলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। আইটিবিপি জানিয়েছে, উদ্ধারকাজ এখনও চলছে। মোট ২৫ জনের দেহ উদ্ধার হয়েছে। খোঁজ পাওয়া যায়নি ৫ জনের।