কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব, চিঠি দিলেন সোনিয়াকে

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে চিঠি পাঠিয়েছেন সুস্মিতা দেব। এই সুস্মিতাই সিএএ সমর্থন করেছিলেন। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন সুস্মিতা দেব। রবিবার সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত অসমের শিলচর থেকে সাংসদ ছিলেন সুস্মিতা দেব। তিনি কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে, সন্তোষ মোহন দেব রাজীব গান্ধী ও মনমোহন সিং সরকারের আমলে মন্ত্রী ছিলেন। ‘সুযোগ’ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে সোনিয়াকে ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা। কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন, টুইটারে নিজের বায়োতে নিজেকে কংগ্রেসের প্রাক্তন নেত্রী উল্লেখ করেছেন।

সুস্মিতা দেব ইস্তফা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই টুইট করে কংগ্রেস নেতা কপিল সিব্বল জানিয়েছেন, “দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তরুণরা চলে যাচ্ছেন, কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আমরা ‘বুড়ো’-দের প্রচেষ্টাকে দায়ী করা হচ্ছে। দল এগিয়ে চলছে : চোখ বন্ধ।”