পেগাসাস নিয়ে তদন্ত করবে বিশেষজ্ঞ কমিটি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): পেগাসাস নিয়ে গঠিত হবে বিশেষজ্ঞদের কমিটি। সুপ্রিম কোর্টে দু’পাতার হলফনামা দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সোমবার সুপ্রিম কোর্টে দু’পাতার হলফনামা জমা দেয় কেন্দ্র, জানায় পেগাসাস নিয়ে গঠিত হবে বিশেষজ্ঞদের কমিটি। একইসঙ্গে পেগাসাস নিয়ে আবেদনকারীদের সমস্ত অভিযোগ খারিজ করেছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সিলেকশন কমিটির সুপারিশ সত্ত্বেও ট্রাইব্যুনালে নিয়োগের জন্য কেন্দ্রকে ১০ দিনের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, আমরা স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করছি, কিন্তু এই বিষয়টিকে অতিস্পর্শকাতর করার চেষ্টা চলছে। কেন্দ্রের হলফনামা প্রসঙ্গে তুষার মেহতাকে এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, এটি খুবই সীমিত হলফনামা, পেগাসাস ব্যবহার করা হয়েছে কি-না সেই অভিযোগের বিষয়ে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। আপনি তথ্য না দিলে, আমরা শুনানি চালিয়ে যেতে পারব না। আমরা বিস্তারিত হলফনামার জন্য আপনাকে সময় দিতে পারি।