নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনতে হবে, তাই এয়ার ইন্ডিয়াকে প্রস্তুত থাকতে বলেছে ভারত সরকার। কিন্তু, আফগানিস্তানের আকাশসীমাই তো বন্ধ! তাহলে ভারতীয় নাগরিকরা দেশে ফিরবেন কীভাবে? বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানের আকাশসীমা। ফলে কাবুলে আটকে থাকা ভারতীয়দের কী ভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে এ বার ভারত সরকার। আকাশসীমা বন্ধ হওয়ায় আপাতত কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও।
এয়ার ইন্ডিয়ার সূত্রের খবর, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হচ্ছে।’’ কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে। অরাজক পরিস্থিতির মধ্যেই কাবুল বিমানবন্দরে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আফগানিস্তান থেকে নাগরিকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে সোমবার সকালেই এয়ার ইন্ডিয়াকে প্রস্তুত থাকতে বলেছিল ভারত সরকার। কেন্দ্রের নির্দেশ পেয়েই তৎপর হয় রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা। কিন্তু আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আফগানিস্তানে আটকে থাকা নাগরিদের ফিরিয়ে আনার কাজ ব্যাহত হল। এদিকে, আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।

