Chief Secretary directed : সমস্ত প্রকল্পের সুযোগ যাতে মানুষ নিতে পারে সেদিকে নজর দিতে মুখ্যসচিবের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ আজ সাব্রম নগর পঞ্চায়েতের সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করা হয়৷
মুখ্যসচিব কুমার অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার দেবনাথ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজ ভাহিদ, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুুপার কুলবন্ত সিং এবং বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷


বৈঠকে মুখ্যসচিব কুমার অলক দক্ষিণ ত্রিপুরা জেলার প্রত্যেকটি গ্রামে কোভিড-১৯ টিকাকরণ সহ সমস্ত মা ও শিশুদের ১০০ শতাংশ টিকাকরণ, অটল জলধারা মিশনে প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ, বিদ্যৎ সংযোগ, ১০০ শতাংশ কিষাণ ক্রেডিট কার্ড প্রদানের কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় নির্মাণ ও পানীয় জলের সংযোগ অগ্রাধিকারের ভিত্তিতে দেবার নির্দেশ দেন মুখ্যসচিব৷ সাবম মহকুমা হাসপাতালের পাকাবাড়ি নির্মাণের কাজ দ্রত শেষ করে স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দিতে তিনি নির্দেশ দেন৷ প্রত্যেকটি সরকারি প্রকল্পের সুুবিধা যাতে গরীব মানুষ গ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে তিনি গুরুত্ব আরোপ করেন৷ শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, সেচ ব্যবস্থা, রাস্তা, এমজিএনরেগা ইত্যাদি উন্নয়নমূলক কাজেরও পর্যালোচনা হয় বৈঠকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *