Manik Sarkar visits CPIM party office : মানিক ভান্ডারে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত সিপিআইএম পার্টি অফিস পরিদর্শন করলেন বিরোধী দলনেতা মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। ধলাই জেলার কমলপুরের মানিক ভান্ডারে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত সিপিআইএম পার্টি অফিস পরিদর্শন করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। বিরোধী দল নেতা মানিক সরকারের মানিক ভান্ডার সিপিআইএম পার্টি অফিস পরিদর্শন কালে সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টি সম্পাদক গৌতম দাশ, বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক ভানু লাল সাহা, বিধায়ক রতন ভৌমিক সহ কমলপুর সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, নেতা প্রান কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএম রাজ্যে সম্পাদক ও বিধায়কদ্বয় কমলপুর মানিক ভান্ডার পার্টি অফিস পুড়ে যাওয়া কক্ষ গুলি ঘুরে দেখেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত সাড়ে দশটা নাগাদ কতিপয় দুষ্কৃতকারী পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পার্টি অফিসে। অফিসের একতল ও দ্বিতল ভবন থেকে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মানিক ভান্ডার বাজারের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় কমলপুর অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের। বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, পার্টি অফিসের কাগজপত্র, আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিরোধী দল নেতা মানিক সরকার পার্টি অফিস পরিদর্শনের পর বলেন, যারা পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে তাদের দোষ দিচ্ছি না। তারা মায়ের কোল থেকে ক্রিমিনাল হয়ে জন্মায় নি। তাদের নানা প্রলোভন দেখিয়ে ক্রিমিনাল বানানো হচ্ছে।

আমাদের বন্ধুরা যদি একটু বুঝিয়ে বলেন আমার মাথা ফাটিয়ে তোমার কি লাভ হবে। বিরোধী দল নেতা আরও বলেন, বাইক বাহিনীর সংখ্যা কমছে। যারা আক্রমন করছে তাদের সংখ্যা কমছে। আমাদের বক্তব্য বুঝিয়ে যদি ওদের কাছে তুলে ধরতে পারি অবশ্যই তারা আমাদের কাছে আসতে বাধ্য হবে। কি হবে দাঙ্গা-হাঙ্গামা করে। তিনি বলেন, সন্ত্রাস করে, আক্রমন করে, রক্ত ঝড়িয়ে দমানো যাবে না। ওরা রক্ত বীজের বংশধর। শহীদদের রক্ত ঝড়লে সেই রক্ত থেকে আরেকটি শহীদ জন্ম হয়।এরপর বিরোধী দল নেতা চলে যান দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত দিলীপ দেববর্মার কমলপুরের শান্তিরবাজারের বাড়িতে। সেখানে গিয়ে আক্রান্ত দিলীপ দেববর্মার শরীরের খোঁজ খবর নেন বিরোধী দলনেতা।