নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। শান্তিরবাজার মহকুমার বগাফা ক্ষেমানন্দ টিলা এলাকায় নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করে দিলো চাইল্ড লাইন ও আরক্ষা দপ্তরের কর্মীরা। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানার ক্ষেমানন্দ টিলায় নাবালিকা কন্যার বিয়ের প্রয়াস ব্যর্থ করে দিয়েছে পুলিশ ও চাইল্ড লাইন।ঘটনার বিবরনে জানা যায়, বুধবার সন্ধ্যাবেলায় বিলোনিয়া চাইল্ড লাইনের কাছে খবর আসে বগাফা ক্ষেমানন্দ টিলা এলাকার বাসিন্দা হিরালাল দাসের ছেলে বিজয় দাস বিলোনিয়ার মাইছড়া এলাকা থেকে ১৪ বছরের এক নাবালিকা মেয়েকে বাড়িতে এনে বিয়ে করতে যাচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্মকর্তারা শান্তির বাজার আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা যাাচাই করেন। উনারা সংবাদ মাধ্যমের সামনে জানান বিয়ে বাড়িতে গিয়ে নাবালিকার কোনো প্রকার খোঁজ পাননি। নাবালিকাকে উদ্ধারের ব্যাপারে বাড়ির লোকজন কোনো রকম সাহায্য করেননি । তবে নাবালিকা মেয়ের বিয়ের কথা চাইল্ড লাইনের সদস্যদের কাছেেেে স্বীকার করেছেন ছেলের বাবা হিরালাল দাস। উনারা চাইল্ড লাইনের নিকট উনার ছেলেকে নাবালিকা মেয়ের সঙ্গে বিবাহ দেবেন না বলে লিখিত দিয়েছেন। চাইল্ড লাইনের সদস্য ও আরক্ষা দপ্তরের কর্মীরা বাড়ির সকলকে সচেতন করেন কেউ যদি আইন অমান্য করে তাহলে বাল্য বিবাহের আইনে দোষীদের শাস্তি প্রদান করা হবে। ধারণা করা হচ্ছে পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের আঁচ পেয়ে নাবালিকা কন্যা ও যুবতী বাড়ি থেকে অন্যত্র পালিয়ে গেছে।এখন দেখার বিষয় বাল্য বিবাহরোধে ছেলের পিতা হিরালাল দাস ও উনার পরিবারের লোকজন কতটুকু ভূমিকা পালন করেন।

