নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর আসাম রাইফেল ময়দানে চলছে জোড় কদমে প্রস্তুতি ।মোট দশটি প্লেটন ও চারটি ব্যান্ড নিয়ে হবে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। রাজধানীর আসাম রাইফেলস ময়দানে অন্যান্য বছরের মতো এ বছরও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে শামিল হবে দশটি প্ল্যাটন।
থাকবে চারটি সুসজ্জিত ব্যান্ড পার্টি। গত কয়েকদিন ধরে আসাম রাইফেলস ময়দানে চলেছে মহড়া। মহড়া প্রায় শেষ পর্যায়ে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজধানী আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

