Daily infections are declining in the state : রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ, সাথে সক্রিয় রোগীর সংখ্যাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ পাশাপাশি, দুজনের মৃত্যু এবং ২১০ জন সুস্থ হয়েছেন৷ সংক্রমণের হার ২.৫৮ শতাংশ৷ বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,৮৩২৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,১৪০ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬,৮০৭ জনকে নিয়ে মোট ৭,৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ২৬ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৭৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ২০৫ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে৷ সংক্রমণের হার হয়েছে ২.৫৮ শতাংশ৷


এদিকে, সুস্থতা স্বস্তি দিচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় ২১০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১,৮৩২ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮০,৪১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৭৭,৭৪৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৯৩ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৬.৭৬ শতাংশ৷ এদিকে, ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার৷ গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখল করেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭৮ জন, দক্ষিণ জেলায় ২৪ জন, গোমতি জেলায় ১৬ জন, ধলাই জেলায় ১৩ জন, সিপাহিজলা জেলায় ১০ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২৩ জন, উনকোটি জেলায় ২৯ জন এবং খোয়াই জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷