Movement of leftist organizations : কৃষি বিল বাতিলের দাবীতে রাজ্যব্যাপী বামপন্থী সংগঠনগুলির আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই/ বিলোনীয়া, ৯ আগস্ট৷৷ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী তিনটি বিলের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বামপন্থীরা৷ এই আন্দোলনে সামিল হয়েছে সারা ভারত কৃষক সভা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি ছাত্র যুব সংগঠন৷ রাজধানী আগরতলায় এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা৷ আনুরূপ আন্দোলন সংগঠিত করা হয়েছে খোয়াইয়েও৷


এদিকে, সোমবার সকাল এগারোটা নাগাদ শ্রমিক কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইন বাতিল করতে হবে,পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য হ্রাস করতে হবে,রেগার দুইশ দিনের কাজ ও তিনশত টাকা মুজুরি বৃদ্ধি সহ এগার দফা দাবির স্লোগান তুলে বিলোনিয়া বিভাগীয় কার্যালয় থেকে মিছিলে বের হতেই পুলিশ বাঁধা সৃষ্টি করে৷ বাধাকে কেন্দ্র করে , পুলিশের সাথে সাময়িক ধস্তাধস্তি হয় আন্দোলন- কারীদের৷পরবর্তী সময়ে আন্দোলন কারীরা স্টেট ব্যাংকের সামনে রাস্তায় বসে পড়ে, সেখানে বামপন্থী নেতৃত্বরা ভারত বাঁচাও কর্মসুচীর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷


কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলে পুলিশের সতর্কতা ও বামপন্থী নেতাদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়৷পুলিশের অনুমতি না থাকার কারনে বামপন্থী কর্মী-সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যায় বিদ্যাপীঠ সুবর্ন জয়ন্তী ভবনে৷ গ্রেপ্তার বরন করেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দও, শ্রমিক নেতা বিজয় তিলক, , কৃষক সভার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব দীপংকর সেন,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের সভাপতি সম্পাদক রিপু সাহা,মধুসূদন দত্ত,সহ অন্যান্য গন সংগঠনের প্রায় শতাধিক নেতা কর্মি সমর্থক আটক করা হয় বলে জানা যায়৷