নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ আগস্ট৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত তিনজন৷
ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার বিকেলবেলায় বেতাগা সাইনবোর্ড এলাকার বাসিন্দা কুমকুম বৈদ্য শান্তির বাজারথেকে কাজসেরে গাড়ীকরে বেতাগা সাইনবোর্ড এলাকায় গিয়ে গাড়ী থেকে নামার পথে টি আর ০৮ ডি ৫৩৯০ নাম্বারের সুকটি মহিলাকে পিছন থেকে সজোরে ধাক্কাদেয়৷ এতে করে মহিলা ও সুকটিতে থাকা দুই যুবক জাতীয় সড়কে ছিটকে পরেযায়৷
জাতীয় সড়কে পরে তিনজন গুরুতর আহত হয়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে প্রেরন করে৷ বাইকে থাকা দুই যুবকের পরিচয় জানাযায় কিষান দেবনাথ ( ২০ ) ও অপরএকজন হলো সুজন ভৌমিক ( ২১ )৷ দুজনের বাড়ী বেতাগা পূর্ব পাড়া বলে জানা যায়৷ এই দুর্ঘটনাসম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে নিজ পতিক্রিয়া তুলেধরেন এলাকার এক ব্যক্তি৷

