ওয়াশিংটন, ৫ আগস্ট (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে আমেরিকায়, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ৬৫৬ জনের প্রাণ। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১২,২৭৯ জন। আমেরিকায় সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৩১ হাজার ২৯৯ জনের।
আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বুধবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১২,২৭৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৫৬ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৬,১৭৬,৪৭১-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৯,৭৮৭,৩১৬ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৫,৭৫৭,৮৫৬ জন।

