`
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। কারফিউ উল্লঙ্ঘনের দায়ে ত্রিপুরায় ১ এপ্রিল থেকে ২৯ জুলাই পর্যন্ত ৩৮০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২২টি মামলা দায়ের এবং ৬১ লক্ষ ৪০ হাজার ৬৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ আইন মন্ত্রী জানিয়েছেন, কারফিউ উল্লঙ্ঘনের দায়ে ত্রিপুরা সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। ১ এপ্রিল থেকে ২৯ জুলাই পর্যন্ত ১৫১ সিআরপিসির অধীন ৩৮০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন তিনি জেলাভিত্তিক হিসেব তুলে ধরেছেন।
তিনি বলেন, কারফিউ উল্লঙ্ঘনের দায়ে পশ্চিম জেলায় ২৬৩৭ জনকে গ্রেফতার, ৪টি মামলা এবং ২১ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে। অন্যান্য জেলার তুলনায় পশ্চিম জেলা সব কিছুতেই শীর্ষে রয়েছে। সাথে তিনি যোগ করেন, সিপাহীজলা জেলায় ১৮১ জনকে, গোমতি জেলায় ২৭৪ জনকে, দক্ষিন জেলায় ৯০ জনকে, খোয়াই জেলায় ১৬০ জনকে, ধলাই জেলায় ১৪০ জনকে, ঊনকোটি জেলায় ১২৯ জনকে এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, পশ্চিম জেলায় ৪টি, সিপাহীজলা জেলায় ৩টি, দক্ষিন জেলায় ১টি, খোয়াই জেলায় ২টি, ধলাই জেলায় ৫টি, ঊনকোটি জেলায় ৩টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ৪টি মামলা হয়েছে। তেমনি পশ্চিম জেলায় ২১১৭৭০০ টাকা, সিপাহীজলা জেলায় ৪০১০০০ টাকা, গোমতি জেলায় ৭৭৮৬৮০ টাকা, দক্ষিন জেলায় ৮২১৪৫০ টাকা, খোয়াই জেলায় ৩৯৮৬০০ টাকা, ধলাই জেলায় ৪৮৫৬০০ টাকা, ঊনকোটি জেলায় ২৯৯৫৫০ টাকা এবং উত্তর ত্রিপুরা জেলায় ৮৩৮১০০ টাকা জরিমানা বাবদ আদায় হয়েছে।