BJP organized a thanksgiving rally : আগরতলা সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অগাস্ট।। বিজেপি সদর জেলা কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে যেভাবে কাজ করে চলেছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়ে সোমবার রাজধানীর আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করেছে বিজেপি সদর জেলা কমিটি।

রেলিতে অংশ নেন বিজেপির সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য। রেলিতে অংশ নিয়ে তিনি বলেন রাজ্যে নব্বই মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে বলেও তিনি দাবি করেন। এই সাফল্যের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর প্রয়াসকে স্বাগত জানান। রাজ্যবাসীর তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সদর জেলা কমিটির সভাপতি ডক্টর অলক ভট্টাচার্য।করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের দেওয়া বিধি-নিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রত্যেককেই মাক্স পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বলে তিনি উল্লেখ করেন।