কোভিডে ভারতে ৪.২৩-লক্ষাধিক মৃত্যু, মোট সংক্ৰমণ ৩.১৫-কোটির বেশি

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): ভারতে কোভিডের সংক্রমণে রাশ টানাই যাচ্ছে না, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। বৃহস্পতিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪২,৩৬০ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৫,১৫৫ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা বেড়েছে ১,৩১৫ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৮,১৬,২৭৭।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪৪,২৩০ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়েছে ১,৩১৫ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.২৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪৫.৬০-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৪৫,৬০,৩৩,৭৫৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫১,৮৩,১৮০ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৫৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,২৩,২১৭ জন (১.৩৪ শতাংশ)।


ভারতে সুস্থতার সংখ্যা আরও বাড়ল, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪২,৩৬০ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০৭,৪৩,৯৭২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *