Pay homage at Tripureshwari temple : ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। বৃহস্পতিবার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জি ।


রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। বর্তমান রাজ্য সরকার স্বৈরতান্ত্রিক ও স্বৈরাচারি সরকার বলে উল্লেখ করেন আইন মন্ত্রী মলয় ঘটক।বৃহস্পতিবার উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা গুলি বলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও মায়ের মন্দিরে পূজা দিতে আসেন অপর মন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়।মায়ের মন্দিরে পূজা দিয়ে কল্যান সাগরে মায়ের দীঘিতে গিয়ে মাছ এবং কচ্ছপকে খাবার দিয়ে ভিআইপি রুমে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, আগামী ২০২৩ শে বিধানসভার নির্বাচনে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে।আইপ্যাক সার্ভের টিমের সদস্যদের যেভাবে রাজ্যের হোটেলে আটকিয়ে রেখে পরবর্তী সময়ে মামলা করাা হয়েছে সেই ঘটনায় নিন্দা জানিয়েছে নেতৃত্বরা। পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় বাবু বলেন, অত্যাচারীতদের পাশে যেমন থাকবে, তেমনি লড়াইয়ের পাশেও তৃণমূল কংগ্রেস আছে।


গত কাল সন্ধ্যারাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের হেভিওয়েট নেতা অর্থাৎ প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক তৃণমূলের কংগ্রেসের নেতাদের সাথে দেখা করার বিষয় সাংবাদিকরা মলয় বাবুকে জিজ্ঞাসা করলে মলয়বাবু ক্যামেরার সামনে কিছু না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেেন সুবল ভৌমিক তৃণমূলে যোগ দিচ্ছেন অতি শীঘ্রই