Weekly Holiday Special : আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট সাপ্তাহিক হলিডে স্পেশাল চালাবে উপূসী রেলওয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ সারা দেশে করোনার গ্রাফ নিম্নমুখি৷ তাই উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিষেবা পুনরায় পরিসর বৃদ্ধির পথে হাঁটছে৷ যাত্রীদের সুবিধার্থে আগরতলা ও বেঙ্গালুরু ক্যান্টনমেন্টের মধ্যে ৩১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত একটি হলিডে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷ সাপ্তাহিক ওই ট্রেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ৷


চন্দ জানান, ০৫৪৮৮ নম্বরের আগরতলা- বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হলিডে স্পেশাল ট্রেনটি ৩১ জুলাই প্রত্যেক শনিবার আগরতলা থেকে সকাল ৬টা ১০ মিনিটে রওয়ানা দেবে এবং সোমবার রাত ৮টা ১৫ মিনিটে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট পৌঁছাবে৷ ফেরত যাত্রার সময় ০৫৪৮৭ নম্বরের বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা হলিডে স্পেশাল ট্রেনটি ৩ অগাস্ট থেকে প্রত্যেক মঙ্গলবার বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট থেকে সকাল ১০টা ১৫ মিনিটে রওয়ানা দেবে এবং শুক্রবার ভোর ৩-টায় আগরতলা পৌঁছবে৷


তিনি বলেন, যাত্রীদের জন্য ট্রেনটিতে ১৮টি এসি-৩ টায়ার কোচ থাকবে৷ এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিস্তারিত তথ্য রেলওয়ের ওয়েবসাইট এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ থাকবে৷ যাত্রা করার আগে যাত্রীদের বিস্তারিত বিজ্ঞাপন দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, যাত্রীদের নিজেদের গন্তব্যস্থানে পৌঁছনোর পর সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্যবিধি মানতে হবে৷ সমস্ত যাত্রীকে এ সম্পর্কে রেলওয়ে এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের আধিকারিকদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি৷