State is moving ahead with the goal : রাজ্য ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে এগিয়ে, দাবি করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ আজ এবং আগামীকাল রাজ্যে দু-দিনব্যাপী ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাকরণ অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ রাজ্যে ইতিমধ্যেই ১৮-ঊর্ধদের বড় মাত্রায় টিকাকরণ সম্পন্ন হয়ে গেলেও যাঁরা এখনও টিকা গ্রহণ করেননি তাঁদের টিকাকরণের আওতায় আনতেই এই উদ্যোগ৷ কোভিড অতিমারি পরিস্থিতিতেও রাজ্যের গ্রামেগঞ্জে অন্নের অভাব নেই৷ মানুষের রোজগার, খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা অক্ষুণ্ণ্ রাখা সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ আজ খোয়াই ও উনকোটি জেলায় কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


সমগ্র রাজ্যে মিশন মুডে গৃহীত এই কর্মসূচিকে স্বার্থক রূপ দিতে এবং সমগ্র প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে আজ খোয়াই ও উনকোটি জেলায় বেশ কয়েকটি টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ এর মধ্যে রয়েছে খোয়াই জেলার জাম্বুরা উপস্বাস্থ্য কেন্দ্র, মধ্য সিঙ্গিছড়া উপস্বাস্থ্য কেন্দ্র এবং উনকোটি জেলার ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, চিনিবাগান উপস্বাস্থ্য কেন্দ্র এবং গৌরনগর উপস্বাস্থা কেন্দ্র৷ টিকাকরণের এই উদ্যোগকে সঠিক বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তার পাশাপাশি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কোভিডমুক্ত রাজ্য গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয়ে এই কর্মসূচিতে শামিল হতে আহ্বান রাখেন তিনি৷ টিকাকরণ কর্মসূচি পরিদর্শনের সময় স্বাস্থ্যকর্মী ও টিকা নিতে আগত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ও করেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যব্যাপী টিকাকরণের এই বিশেষ কর্মসূচিকে স্বার্থক রূপ দিতে প্রত্যেকটি টিকাকরণ কেন্দ্রে বিভিন্ন জনপ্রতিনিধি, মন্ত্রী ও আধিকারিকগণ উপস্থিত হচ্ছেন৷ ইতিমধ্যেই ১৮-ঊর্ধদের বড় মাত্রায় টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ এই বয়ঃসীমার এখনও যাঁরা টিকাকরণের আওতায় আসেননি তাঁদের প্রত্যেককে এই কর্মসূচির মাধ্যমে টিকা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন৷ তিনি বলেন, স সকল কেন্দ্রে মানুষ টিকা নিতে আসতে চাইছেন না বলে আমার কাছে খবর ছিল, দুই জেলার এই টিকাকরণ কেন্দ্রগুলিতেই আজ আমি পরিদর্শন করেছি৷ কিন্তু টিকা নিতে আগত সমস্ত অংশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে মানুষ টিকাকরণ নিয়ে কতটা উৎসাহী৷ এই কোভিড অতিমারি পরিস্থিতিতেও রাজ্যের মানুষের রোজগার, খাদ্য ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ আর সেই লক্ষ্যেই প্রয়োজন রয়েছে এমন পরিবারের জন্য বিনামূল্যে রেশন সামগ্রীর প্যাকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,০০০ টাকা করে অর্থরাশি প্রদানের উদ্যোগ নেওয়া হয়৷ কোভিড অতিমারি পরিস্থিতিতেও রাজ্যের এডিসি এলাকার ১২টি অ্যাসপিরিশন্যাল ব্লক সহ সমগ্র রাজ্যে এমজিএনরেগায় ভালো সংখ্যায় কাজ হয়েছে৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কল্যাণে যে কর্মসূচিগুলি বাস্তবায়িত করছেন তার সুফল পাচ্ছেন রাজ্যবাসীও৷ টিকা নিতে আগত ব্যক্তিদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী তাঁদের সাথে সেলফি পয়েন্টে ছবিও তুলেন৷


এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমান বিভিন্ন অংশের মানুষ৷ কেউ হাত নেড়ে, কেউ আবার ফুল দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান৷ তিনি বলেন, টিকাকরণ নিয়ে একটা অংশ বিভ্রান্তি ছড়িয়েছিল৷ কিন্তু খোয়াই এবং উনকোটি জেলায় রাজ্যের সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁদের জন্য মোক্ষম জবাব৷ টিকাকরণ কেন্দ্রগুলোতে টিকা নিতে আগত এত সংখ্যায় মানুষের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, রাজ্য সরকার দু-দিনব্যাপী ১৮-ঊধর্ের ১০০ শতাংশ টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে তাতে সাফল্য আসবেই৷
উল্লেখ্য, আগামী দীপাবলি পর্যন্ত প্রয়োজন রয়েছে এমন অংশের মানুষের জন্য ৫ কেজি করে চাল প্রদানের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেই সাথে রাজ্য সরকারও প্রয়োজন রয়েছে এমন পরিবারের জন্য রেশন সামগ্রী এবং অর্থরাশি প্রদানের যে উদ্যোগ নিয়েছে তার জন্য ভ্যাকসিন নিতে আগত কয়েকজন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে দেশব্যাপী টিকাকরণের যে কর্মযজ্ঞ চলছে ত্রিপুরায় ভ্যাকসিনেশনের এই প্রয়াস তাতে গতি সঞ্চার করবে৷ এদিন উনকোটি জেলার গৌরনগর উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে অবস্থিত কালীমন্দির পরিদর্শন করে পুষ্পাঞ্জলী অর্পণ করেন তিনি৷ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন বিবেকানন্দ বিচারমঞ্চের প্রতিনিধিরা৷ খোয়াই জেলার টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, খোয়াইয়ের জেলাশাসক স্মিতা মল, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ বিভিন্ন আধিকারিকগণ৷ অন্যদিকে কৈলাসহরে টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, উনকোটির জেলাশাসক ইউকে চাকমা, উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ পদস্থ আধিকারিকগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *