BRAKING NEWS

বিগত ৩ বছরে মাও-উপদ্রব কমেছে দেশে, লোকসভায় জানালেন নিত্যানন্দ

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): বিগত ৩ বছরে দেশে মাওবাদীদের উপদ্রব কমেছে অনেকটাই। মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মাও-তাণ্ডবের নিরিখে শীর্ষে রয়েছে ছত্তিশগড়, তারপর ঝাড়খন্ড। ২০১৮ সালে দেশে মাওবাদীদের তান্ডবে মৃত্যু হয়েছিল ২৪০ জনের, ২০১৯ সালে সেই সংখ্যা ছিল ২০২ এবং ২০২০ সালে সেই সংখ্যা ১৮৩-তে এসে পৌঁছেছে।

২০২০ সালে ছত্তিশগড়ে মাওবাদীদের হিংসায় ১১১ জনের মৃত্যু হয়েছে, ঝাড়খণ্ডে ৩৯ জনের, ওডিশায় ৯ জনের, বিহারে ৮ জনের, মহারাষ্ট্রে ৮ জনের, অন্ধ্রপ্রদেশে ৪ জনের, মধ্যপ্রদেশে দু’জনের ও তেলেঙ্গানায় দু’জনের। ২০২০ সালে মোট মাওবাদী হিংসার ঘটনা ঘটেছে ৬৬৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *