নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ করোনা আক্রান্ত হয়েছেন ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি শুভাশীষ তলাপাত্র৷ বর্তমানে তিনি আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে চিকিতাধীন রয়েছেন৷ আগামীকাল তাঁকে নয়াদিল্লি স্থিত ভেদান্তা হাসপাতালে উন্নত চিকিতার জন্য নেওয়া হবে৷
ত্রিপুরা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল দাতা মোহন জমাতিয়া বলেন, বিচারপতি শুভাশীষ তলাপাত্র করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ আজ তাঁর আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে৷ দাতা মোহন জমাতিয়া জানান, বিচারপতি তলাপাত্রকে আগামীকাল এয়ার এম্বুলেন্সে নয়াদিল্লিস্থিত ভেদান্তা হাসপাতালে উন্নত চিকিতার জন্য নেওয়া হবে৷ সেই মতো ব্যবস্থা করা হয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা আক্রান্তের তালিকা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে৷ সংক্রমণ অনেকটা কমেছে ঠিকই৷ তবুও, পরিস্থিতি এখনো স্বাভাবিক বলে মনে করছে না স্বাস্থ্য দফতর৷ ত্রিপুরা হাই কোর্টে এই প্রথম বিচারপতি করোনা আক্রান্ত হয়েছেন৷