বারাবাঙ্কিতে বাসের পিছনে ধাক্কা ট্রাকের, মৃত্যু ১৮ জন যাত্রীর

বারাবাঙ্কি (উত্তর প্রদেশ), ২৮ জুলাই (হি. স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসের পিছনে ধাক্কা মারল নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, এছাড়াও কমপক্ষে ২৫ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলার রামসানেহি ঘাটের কাছে অযোধ্যা-লখনউ হাইওয়েতে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


লখনউ (জোন) এডিজি সত্য নারায়ণ সাবাত জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ডাবল-ডেকার বাসটি হরিয়ানার পালওয়াল থেকে বিহার অভিমুখে যাচ্ছিল। বাসের অধিকাংশ যাত্রীই পেশায় শ্রমিক ছিলেন। যাঁরা বিহারে নিজেদের বাড়িতে ফিরছিলেন। বাসে প্রায় ১৪০ জন ছিলেন, মঙ্গলবার গভীর রাতে রামসানেহি ঘাটের কাছে অযোধ্যা-লখনউ হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই বাসের পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে বাসের পিছনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়।


বারাবাঙ্কির এসপি যমুনা প্রসাদ জানিয়েছেন, বাসের এক্সেল ভেঙে যাওয়ার কারণে রামসানেহি ঘাটের কাছে একটি ধাবার সামনে বাসটি দাঁড়িয়ে ছিল। অনেক যাত্রী বাসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, অনেকে বাসের ভিতরে ছিলেন। রাতের অন্ধকারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, মৃতদের বাড়ি বিহারের সীতামারি, দারভাঙ্গা প্রভৃতি এলাকার।


আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ যোগীর উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৮ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *