নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ‘কার্গিল বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার সংসদের উভয়কক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হল কার্গিল যুদ্ধের শহিদদের। এদিন লোকসভা ও রাজ্যসভা-উভয় কক্ষেই কার্গিল যুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানানো হয়। পাশপাশি সংসদের উভয় কক্ষেই অভিনন্দন জানানো হয়েছে মীরাবাঈ চানুকে। টোকিও অলিম্পিকে ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মীরাবাঈ চানু।
এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, “অত্যন্ত খুশির সঙ্গে আমি জানাচ্ছি টোকিও অলিম্পিকে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁকে সদনের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা রাখছি, অন্যান্য খেলোয়াড়রাও নিজ নিজ খেলায় ভাল পারফরম্যান্স করবেন ও দেশের সম্মান বাড়াবেন।” এরপর দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।
এদিনও ‘পেগাসাস প্রোজেক্ট’ রিপোর্ট ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। অধিবেশন শুরু হওয়ার পরই পেগাসাস নিয়ে স্লোগান দিতে থাকেন রাজ্যসভার বিরোধীরা সাংসদরা। ফলে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।