নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ‘কার্গিল বিজয় দিবস’-এ কার্গিলের যুদ্ধে বীর শহিদ জওয়ানদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমরা স্মরণ করছি করছি তাঁদের বীরত্বের কথা।’ এদিন টুইটে প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘দেশকে রক্ষা করতে গিয়ে কার্গিলে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, কার্গিল বিজয় দিবসে তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তাঁদের বীরত্ব আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে চলেছে।’
শুধু প্রধানমন্ত্রীই নন, কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। প্রতিরক্ষা মন্ত্রী টুইট করে লিখেছেন, ‘কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর অদম্য শৌর্য্য, বীরত্ব ও আত্মত্যাগকে নমন করছি।’ প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। কার্গিল বিজয় দিবসের এ বছর ২২ বছর পূর্তি। কাশ্মীর থেকে কন্যাকুমারী-প্রতিটি ভারতবাসীর কাছে ২৬ জুলাই গর্বের দিন।