Biplob Deb will greet : ১২১ বছরের তারা কন্যা দেববর্মাকে শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ ১২১ বছর বয়সী তারা কন্যা দেববর্মার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাত করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোমবার তিনি মাতাবাড়ি ব্লকের অধীন ব্রহ্মছড়া গ্রামের ১২১ বছর বয়সী তারা কন্যা জমাতিয়ার সাথে সাক্ষাৎ করতে যাবেন৷ তারা কন্যা দেববর্মা করোনার টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন৷ যেটা একপ্রকার দৃষ্টান্ত বলে মনে করে মুখ্যমন্ত্রী৷ তিনি ওই বৃদ্ধা তারা কন্যা দেববর্মাকে শুভেচ্ছা জানাতে যাবেন৷


১২১ বছর বয়সী এই মহিলা স্বেচ্ছায় ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছিল শুনে মুখ্যমন্ত্রী মুগ্দ হন৷ তিনি সোমবার ব্যক্তিগতভাবে তাঁর বাসভবন পরিদর্শন এবং টিকাদান অভিযানে অংশ নেওয়ার জন্য তাকে অভিনন্দন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা৷তিনি আরও বলেছিলেন যে আগামী ২ ২৭ ও ২৮ শে জুলাই গণ টিকা অভিযান চালানোর আগে বৃদ্ধা অন্যের জন্য উদাহরণ রেখেছেন৷
এর আগে, রবিবার মুখ্যসচিব কুমার অলোক তার টুইটে বলেন, যে গোমতী ত্রিপুরা জেলার মাতাবাড়ি ব্লকে সম্প্রতি একটি ১২১ বছর বয়সী মহিলাকে টিকা দেওয়া হয়েছে৷