মুম্বই, ২৪ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টি ও ভূমিধসে লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ার জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বর্ষা সংক্রান্ত কারণে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। শুধুমাত্র মহারাষ্ট্রের রায়গড় জেলাতেই মৃতের সংখ্যা ৪৪। রায়গড়ের জেলাশাসক নিধি চৌধুরী জানিয়েছেন, রায়গড় জেলার মাহাদে দু’টি স্থানে ধ্বংসস্তূপ থেকে ৪৪টি দেহ উদ্ধার হয়েছে। ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। রায়গড় জেলার ৬টি স্থানে শুক্রবার ভূমিধসের ঘটনা ঘটেছে।
গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতেই জলমগ্ন হয়ে রয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন জেলার বিস্তীর্ন প্রান্ত। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রায়গড়, রত্নাগিরি, কোলহাপুর-সহ একাধিক জেলায়। উদ্ধারকার্য চালাতে নৌবাহিনী এবং উপকূল বাহিনীর সাহায্যও নিয়েছে রাজ্য সরকার। বন্যা পরিস্থিতির জন্য অবরুদ্ধ হয়ে পড়েছে কোলহাপুর হাইওয়ে। মোবাইলে নেটওয়ার্কও নেই। শুক্রবার রাত থেকেই কোলহাপুর হাইওয়েতে আটকে পড়েছে অসংখ্য পণ্যবোঝাই গাড়ি। মহারাষ্ট্রের পাশাপাশি বন্যা পরিস্থিতি গোয়াতেও। উদ্ধারকাজে গতি আনতে দুই রাজ্যে বিশেষ হেলিকপ্টার পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা।