নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। সীমান্তরক্ষী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে সদর উত্তরের সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে পাচারকারীরা। সিমনায় সিধাই গ্রাম সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে দুস্কৃতিকারিরা কাটা তারের বেড়া কাটল রাতের আধারে।স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকালে বেড়া কাটার চিত্রটি তাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিএসএফ ক্যাম্পে জানান।
খবর পেয়ে বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের অভিযোগ বিএসএফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে এসে অকথ্য ভাষায় সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে গালাগাল করেন। বিএসএফ আধিকারিকের এ ধরনের কার্যকলাপ সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অভিযোগ করেছেন সন্ধ্যার পর বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছে না ।
বিএসএফের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা কাঁটাতারের বেড়া কেটেছে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা। অথচ দিয়েছেন নিজেদের ব্যর্থতা স্বীকার না করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ কে গালমন্দ করেছে বলে তারা অভিযোগ করেন।লোকজনদের সাফ বক্তব্য রাতের আধারে বড় কিছু পাচারের উদ্দেশ্যেই দুস্কৃতিকারিরা সীমান্তের বেড়া কেটেছে।সেখানে রয়েছে বিএসএফ ৮০ নং বাহিনীর জোয়ানদের বিওপি। প্রশ্ন উঠেছে বিএসএফ জওয়ানরা সীমান্তে টহল দিয়ে থাকলে এ ধরনের ঘটনা ঘটলো কি করে। ডিউটিতে কি তাহলে চরম গাফিলতি রয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন।