নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ পেগাসাস এর বিরুদ্ধে সরব হল প্রদেশ কংগ্রেস৷ কংগ্রেসের অভিযোগ এই পেগাসাস প্রজেক্ট ইজরায়েল দেশ সরকারি সংস্থাগুলিকে প্রদান করে থাকে৷ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতবর্ষের বিজেপি সরকার পেগাসাস প্রজেক্ট ইজরায়েলের কাছ থেকে নিয়ে রাহুল গান্ধী সহ বিরোধী দলের বিভিন্ন নেতৃত্ব এবং দেশের বহু সাংবাদিকের গোপনীয় তথ্য হ্যাক করে জাতীয় নিরাপত্তা এবং সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷ আগামীদিনে কংগ্রেস রাজভবন অভিযান করবে এই ইস্যুতে৷
বুধবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন দলের নেতৃত্ব মানিক দেব৷ কংগ্রেস বজেপি সরকারের এ ধরনের দেশদ্রোহী কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে৷ পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে জুডিশিয়াল তদন্তের দাবি তোলা হচ্ছে৷ তিনি বলেন, দেশি বিজেপি সরকারের এ ধরনের মানসিকতা এবং সংবিধান বিরোধী কাজের জন্য সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বুধবার সাংবাদিক সম্মেলন করে সরকারের মানসিকতা দেশবাসীর সামনে তুলে ধরে প্রতিবাদ জানানো হচ্ছে৷
এই গুপ্তচর সংস্থা দ্বারা রাহুল গান্ধী, দেশের নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, ১৮০ জন সাংবাদিক সহ সকলকে এই তালিকায় এনে ষড়যন্ত্র করছে সরকার৷ এর আওতায় আনা হয়েছে দেশের যেসব সাংবাদিকরা সরকারের জনবিরোধী নীতি মানুষের সামনে তুলে ধরেছে৷ তাদের ওপর এ ধরনের হস্তক্ষেপ করেছে সরকার৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যৌথ সংসদীয় পর্যালোচনা করার দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি৷ প্রদেশ কংগ্রেস এ বিষয়টি নিয়ে আগামী দিনে রাজভবন অভিযান করবে৷ রাজ্যপালের হাতে প্রতিবাদলিপি তুলে দিয়ে সরকারের তীব্র বিরোধিতা জানানো হবে৷ এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক রাহুল সাহা, প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ প্রমুখ৷