Fight against Corona : কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে বন্ধু মানেই ভালবাসা সামাজিক সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে বন্ধু মানেই ভালবাসা সামাজিক সংগঠন। তাদের শ্লোগান হচ্ছে “ইমিউনিটি বাড়ান – কোভিডকে হারান”। কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে সবাই শঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন কোভিডের তৃতীয় ঢেউয়ের প্রভাব শিশুদের উপর বেশি পড়তে পারে। তাই এখন থেকেই তাদের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করতে সচেতন হওয়া প্রয়োজন।


এই বিষয়টি মাথায় রেখে বন্ধু মানেই ভালবাসা সামাজিক সংগঠন তাদের কর্মসূচি শুরু করেছে। আজ পূর্ব গোকুলনগর এলাকায় অবস্থিত একটি অনাথ আশ্রমের শিশুদের মধ্যে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন রকমের ফলমূল এবং মিষ্টির প্যাকেট বিতরণ করা হয়। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এবং কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে এই প্রোগ্রামটি করা হয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নির্মল দেবনাথ, সম্পাদক শান্তনু আচার্য, উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান তমাল বৈদ্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *