অলিম্পিক্সের প্রথমদিনেই স্ত্রী দীপিকা কুমারীর সঙ্গে লড়ছেন তিরন্দাজ অতনু দাস

টোকিও, ২২ জুলাই (হি.স.) : রাত পোহালে শুক্রবার শুরু অলিম্পিক্স। প্রথম দিনেই দেখা যাবে তিরন্দাজদের। এই ইভেন্টে স্ত্রী দীপিকা কুমারীর সঙ্গে লড়তে চলেছেন বাঙালি তিরন্দাজ অতনু দাসও। প্রথম দিনেই এক বাঙালিকে অলিম্পিক্সে নামতে দেখা যাবে।

শুক্রবার ব্যক্তিগত যোগ্যতা অর্জন ইভেন্টে নামবেন দীপিকা এবং অতনু। মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করবেন ভারতীয় তিরন্দাজরা। পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত এবং দলগত ইভেন্ট ছা়ড়াও এ বারই প্রথম অলিম্পিক্সে মিক্সড ইভেন্ট দেখা যেতে চলেছে। শুক্রবার দীপিকা নামবেন মহিলাদের যোগ্যতা অর্জন রাউন্ডে। পুরুষদের বিভাগে নামবেন অতনু, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাই। প্রসঙ্গত, তিরন্দাজিতে আজ পর্যন্ত কোনও পদক জেতেনি ভারত। ১৯০০ সালের অলিম্পিক্স থেকে চালু হয়েছিল তিরন্দাজি।


যোগ্যতা অর্জন পর্বে প্রথমে ৬৪ জন মহিলা এবং পুরুষ তিরন্দাজ ৭২টি করে তীর ছুঁড়বেন। তাঁদের মোট পয়েন্টের বিচারে ক্রমতালিকা তৈরি হবে। এরপর একে অপরের বিরুদ্ধে খেলবেন প্রতিযোগীরা। এ ভাবেই প্রতিটি রাউন্ড এগোতে থাকবে।

করোনার ভয়ে শুক্রবার অলিম্পিক্সের উদ্বোধনে মার্চপাস্টে নেই সিন্ধুরা তিরন্দাজদের মূল ইভেন্টগুলি শুরু হবে শনিবার। এ বার তিরন্দাজি থেকে পদকের আশা করছে ভারত। দীপিকা-অতনু অলিম্পিক্সের আগে থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *