নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশে অক্সিজেনের যথেষ্ট অভাব ছিল। কিন্তু, সেই অভাবে কারও কোনও মৃত্যু হয়নি, এমনটাই দাবি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই দাবি শুনে স্তব্ধ ও বাকরুদ্ধ শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। বুধবার সঞ্জয় রাউত বলেছেন, “আমি বাক্যহারা। অক্সিজেনের অভাবে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, এই বিবৃতি শোনার পর তাঁদের পরিবারের মনের কী অবস্থা হবে? সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত। তাঁরা শুধু মিথ্যে কথা বলছে।” উল্লেখ্য, কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, অক্সিজেনের অভাবে কারও মৃত্যুর খবর কেন্দ্রের কাছে নেই।
এদিন পেগাসাস প্রজেক্ট নিয়েও মুখ খুলেছেন সঞ্জয় রাউত। শিবসেনা সাংসদের কথায়, “যৌথ সংসদীয় কমিটি ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন বিরোধীরা। রবিশঙ্কর প্রসাদ যদি বিরোধী হতেন, তাহলে তিনিও একই দাবি জানাতেন। সত্য সামনে আসুক। যদি কিছুই না হয়, তাহলে এত ভয় কীসের?”

