মুম্বই, ২১ জুলাই (হি.স.): বৃষ্টিকে উপেক্ষা করেই টিকা নিতে গিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষজন। কিন্তু, টিকাদান-কেন্দ্রের সামনে ‘ভ্যাকসিন নেই’ বোর্ড দেখে সকলের মাথায় হাত! করোনাভাইরাসের টিকা না নিয়েই বাড়ি ফিরতে হয়েছে সকলকে। টিকার অভাবে বুধবার টিকাদান হল না মুম্বইয়ের বিকেসি টিকাদান-কেন্দ্রে। বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন মাথায় ছাতা নিয়ে বিপুল সংখ্যক মানুষজন টিকা নিতে গিয়েছিলেন মুম্বইয়ের বিকেসি টিকাদান-কেন্দ্রে।
টিকার অভাবের কারণে আগে থেকেই টিকাদান-কেন্দ্রের সামনে সাদা বোর্ডে লিখে দেওয়া হয়েছিল, “আজ টিকাকরণ হবে না।” এই বোর্ড দেখে সকলেরই মাথায় হাত। অগত্যা টিকা না-নিয়েই বাড়ি ফিরতে হয়েছে সকলকে। টিকার ঘাটতির জন্য কেন্দ্রকে দুষেছেন অনেকেই।

