আগরতলা, ২০ জুলাই : পরিস্রুত পানীয় জলের সমস্যা সমাধান এবং রাস্তাঘাট সংস্কারের দাবিতে মঙ্গলবার উদয়পুর অমরপুর সড়কে পথ অবরোধ করেন মাতাবাড়ির কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের মহিলারা। রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে উদয়পুর মাতাবাড়ি ব্লকের অন্তর্গত কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মহিলারা উদয়পুর অমরপুর সড়ক অবরোধ করেন। তাদের দাবি ৫নং ওয়ার্ডের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। পায়ে হেঁটে চলাফেরা কষ্টকর হয়ে উঠেছে । এলাকার জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। সে কারণেই বাধ্য হয়ে মঙ্গলবার সকালে মহিলারা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন। তাছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা পানীয় জলের। ৫ নং ওয়ার্ডে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বারবার দাবি জানিয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সরকার পরিবর্তনের সাড়ে তিন বছর অতিক্রম হয়ে গেলেও তাদের সমস্যাগুলো সমাধান হয়নি। গ্রাম পঞ্চায়েত বাসিন্দারা মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেনকে বিষয়টি বারবার জানিয়েছেন। সমস্যাগুলি সম্পর্কে চেয়ারম্যান নিজেও অবগত আছেন। কিন্তু তারপরও তাদের সমস্যাগুলো সমাধান হয় নি। ভোট আসলে নেতারা এলাকায় আসেন, ভোট ভোট শেষ হয়ে গেলে তাদের টিকির নাগালও মিলেনা। জনগণের সমস্যা সমাধান নিয়ে শুধু নেতাদের মুখের সান্তনার বুলি সার। কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই রাজনীতির ঊর্ধ্বে ওঠে এলাকার মহিলারা হাতে হাত ধরে সড়ক অবরোধ করেন তাদের দাবি গুলি দ্রুত সমাধান করার জন্য। অবরোধের ফলে অবরোধ ফলের দু’পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে দুর্ভোগ চরমে আকার ধারণ করে।অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সুনিদৃষ্ট প্রতিশ্রুতি ভিত্তিতে আপাতত তারা অবরোধ প্রত্যাহার করে নেন। দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
2021-07-20

