নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত আরো ৩২৫ জন৷ মৃত্যু হয়েছে ৩ জনের৷ নমুনা পরিক্ষা হয় ৭,৮৬৮ জনের৷
পশ্চিম জেলায় সংক্রমিত ৬৪ জন, গোমতী জেলায় সংক্রমিত ৭৬ জন, খোয়াই জেলায় সংক্রমিত ২০ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত ১৮ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৩ জন, উত্তর জেলায় সংক্রমিত ২১ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৫৪ জন এবং দক্ষিণ জেলায় সংক্রমিত ৩৯ জন৷ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪,০২৮ জন৷ সুস্থ হয় ৫১৫ জন৷ এবং সুস্থতার হার ৯৩.৫৩ শতাংশ৷ পজিটিভিটির হার ৪.১৩ শতাংশ৷ মৃত্যুর হার ০.৯৯ শতাংশ৷ এখন পর্যন্ত রাজ্যে করোনার থাবায় মৃত্যু হয়েছে ৭২৫ জন৷ নমুনা পরীক্ষা হয় ১৪,৩৫,৮৮২ জন৷ এর মধ্যে করোনা শনাক্ত হয় ৭৩,৬১৫ জনের শরীরে৷ এর মধ্যে সুস্থ হয়েছে ৬৮,৭৯৬ জন৷