Sri Lanka decided to bat : সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

কলম্বো, ১৮ জুলাই (হি.স.) : প্রায় ২ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে আরও একবার মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। রবিবার লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে শিখরবাহিনী তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কা ব্রিগেডের অধিনায়ক দাসুন শনকা। এদিন প্রথম একদিনের ক্রিকেটে সূর্যকুমার যাদব এবং ইশান কিষানের অভিষেক হচ্ছে। এছাড়া কুলদীপ এবং যুজবেন্দ্রও আজ প্রথম একাদশে রয়েছে। ২০১৭ সালের পর থেকে এই দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি। একদিনের ফরম্যাটে ২০১৯ সালে শেষবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।

এদিকে ভারতের বিরুদ্ধে দল বাছতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটকে। প্রথমে করোনা হানা দিয়েছিল শ্রীলঙ্কা শিবিরে। এর পর চোটের কবলে পড়ে তারা। যার জেরে প্রথম একাদশের দুই ক্রিকেটার ছিটকে যান। অনুশীলনের সময়ে কুশল পেরেরার ডান কাঁধে চোট লেগেছে। আর বিনুরা ফার্নান্দোর বাঁ পায়ের গোড়ালিতে বৃহস্পতিবারই চোট পেয়েছেন। তাই এই দুজনও ছিটকে গিয়েছেন। কুশল পেরেরার পরিবর্তে এই সিরিজে অধিনায়ক হিসেবে আগেই বেছে নেওয়া হয়েছিল দাসুন শনাকাকে। শেষ খবর পাওয়া গিয়েছে, শ্রীলঙ্কা দশ ওভারে এক উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে।