ওয়াশিংটন, ১৭ জুলাই (হি.স.): বিভিন্ন সামাজিক মাধ্যমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের মতে, কোভিড-১৯ ও টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যই মানুষকে মারছে। যদিও, বাইডেনের এই ‘ভুল তথ্য’ মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ার তথ্য মানুষের জীবন বাঁচাতে সহায়তা করছে।’
আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের জো বাইডেন জানিয়েছেন, “তাঁরা মানুষকে মারছে। আমাদের মধ্যে শুধুমাত্র ভ্যাকসিন যাঁরা নেননি তাঁদের মধ্যে রয়েছে মহামারী এবং তাঁরা মানুষকে মারছে।” বাইডেনের মতে, কোভিড-১৯ ও টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যই মানুষকে মারছে। ফেসবুক অবশ্য বাইডেনের এই যুক্তিকে পুরোপুরি খণ্ডন করেছে।