বিলোনিয়া, ১৭ জুলাই : রাজ্যে একের পর এক বিরোধী দলের অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। গতকাল গভীর রাতে দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভার সিপিএমের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। নাশকতার আগুনে পুড়লো ঋষ্যমুখ বিধানসভার সিপিএমের দলীয় কার্যালয়। এমনই অভিযোগ সিপিআইএমের । তাদের অভিযোগ দুস্কৃতিকারীরা এই দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ পুলিশ । গতকাল রাত পৌনে দুইটা নাগাদ দুস্কৃতিকারীরা এই অগ্নিসংযোগ করে । দুস্কৃতিকারীরা প্রথমে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।সব জিনিসপত্র একসাথে জড়ো করার পরেই আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে সিপিআইএমের পক্ষ থেকে। সিপিএমের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে ঘটনার সাথে জড়িতদের আটক করে শাস্তির দাবি জানিয়েছে সিপিএম । একের পর এক সিপিআইএম পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধীদের রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ করার লক্ষ্যেই এ ধরনের নাশকতা মূলক কার্যকলাপ সংগঠিত করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে।