Health worker dies : গন্ডাছড়ায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৩ জুলাই৷৷ স্বাস্থ্যকর্মী এক যুবকের অকাল মৃত্যুতে গন্ডাছড়ায় শোকের ছায়া৷ মৃত যুবকের নাম দেবজয় রিয়াং(২৬),বাবা শিব কুমার রিয়াং, বাড়ী গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া এডিসি ভিলেজের রুহিদা পাড়া৷ সে ২০১৮ সালে নার্সিং পাশ করে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন৷

পরিবার সূত্রে জানা যায় শারীরিক অসুস্থতার কারণে গত রবিবার শিলচরের একটি হাসপাতালে দেবজয়ের মৃত্যু ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *