নিজস্ব প্রতিনিধি,উদয়পুর, ১৩ই জুলাই৷৷ ভারতীয় মজদুর সংঘ গোমতি জেলা কমিটি শ্রমিক স্বার্থে বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে থাকে৷ কিছুদিন আগে করোনা আবহে রাজারবাগ মোটরষ্ট্যান্ড,জামতলা মোটরষ্ট্যান্ড সহ বিভিন্ন স্থানের স্ট্যান্ডে শ্রমিকদের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস, ও সেনিটাজার ,শুকনো খাবার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদানের পাশাপাশি আজ মঙ্গলবার উদয়পুর চন্দ্রপুর কলোনি এফ সি আই (ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার) খাদ্য গুদামে ( গোডাউনে) অবস্থিত ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার শাখার উদ্যোগে চন্দ্রপুর স্থিত ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের অফিস কক্ষে ট্রাকচালক, খাদ্য গুদামে কর্মরত শ্রমিক এবং স্থানীয় এলাকা বাসীদের মধ্যে কোভিড নাইনটিন ভ্যাকসিন প্রদান করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার ট্রাক ড্রাইভার মজদুর সংঘের রাজ্য সভাপতি রাম সিং, সাধারণ সম্পাদক রজৎ দত্ত, ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির সদস্য দ্বিগবিজয় ভাওয়াল, ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা কমিটির সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক পার্থসারথী ঘোষ, প্রদীপ মজুমদার, স্বপন মন্ডল, রবীন্দ্র চন্দ্র দাস, গোমতী জেলা কমিটির ট্রাক ড্রাইভার মজদুর সংঘের সভাপতি সুশীল দেবনাথ, সম্পাদক বিকাশ সাহা সহ ভারতীয় মজদুর সংঘের অন্যান্য কার্য কর্তারা৷ এদিন কোভিড নাইনটিন ভ্যাকসিন নিতে আসা ট্রাক ডাইভার, শ্রমিক সহ স্থানীয় এলাকায়বাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷ প্রায় দুই শতাধিক শ্রমিক ও স্থানীয় মানুষ এই টিকাকরণ কর্মসূচীতে অংশগ্রহণ করে টিকা গ্রহণ করেন৷